চট্টগ্রাম: নগর আওয়ামী লীগ নেতা ফরিদ মাহমুদ বলেছেন, দ্বিশত বছরের প্রাচীন বারুণী উৎসব চট্টগ্রামে সাম্যের বার্তা ছড়াচ্ছে। বর্তমান সরকার সকল সম্প্রদায়ের অধিকার সুরক্ষায় বদ্ধপরিকর।
নগরের ১১ নম্বর উত্তর কাট্টলী ওয়ার্ডে দুইদিনব্যাপী রানী রাসমনি বারুণী স্নানঘাটে আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন।
সর্বজনীন মহাতীর্থ বারুণী স্নান উদযাপন পরিষদের উদ্যোগে সভায় সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি ডা. বিজন কান্তি দেবনাথ। সাধারণ সম্পাদক মিলন দাশের পরিচালনায় উপস্থিত ছিলেন সুরথ কুমার চৌধুরী, নেছার আহম্মেদ, শেখ নাছির আহমেদ, আশরাফুল গনি, দেলোয়ার হোসেন দেলু, সুভাষ ধর, সদানন্দ ভট্টাচার্য, বাবুল দেবনাথ, বাবুল নাথ, অলক দাশ, ঝন্টু নাথ, পিকলু চৌধুরী, লক্ষ্মণ, মিনু রানী দেবী, ডা. সুমন তালুকদার, বাবুল দাশ, লিটন দাশ, রঞ্জিত নাথ, লিখন দেবনাথ, সুধীর দাশ, রাজিব ধর, জনি শীল শিবু, অর্জুন, মিলন দাশ, সাজিব, সৌরভ, সবুজ প্রমুখ।
বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, মার্চ ২০, ২০২৩
এসি/টিসি