চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: একজন ইঞ্জিনিয়ার ভুল করলে একটি বিল্ডিং কিংবা ব্রিজ ধ্বংস হয়, কিন্তু একজন রাজনীতিক ভুল করলে পুরো জাতি ধ্বংস হতে পারে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) রাজনীতি বিজ্ঞান বিভাগের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন, চিটাগাং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির উপাচার্য ও রাজনীতি বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মাহফুজুল হক চৌধুরী।
তিনি আরও বলেন, একজন শিক্ষককেও অনেক আন্তরিক হতে হয়।
বিভাগের প্রভাষক তমা রাণী মিস্ত্রী ও মো. এরশাদুল হকের উপস্থাপনায় এবং রাজনীতি বিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সিরাজ উদ দৌল্লাহ ও রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ভূঁইয়া মো. মনোয়ার কবীর।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আয়োজনের আহ্বায়ক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন মিঝি। এছাড়াও উপস্থিত ছিলেন অধ্যাপক ড. ভূঁইয়া মো. মনোয়ার কবীর, ড. আনোয়ারা বেগম, ড. মো. এনায়েত উল্যা পাটওয়ারী, ড. মো. সফিকুল ইসলাম এবং সহযোগী অধ্যাপক মো. বখতেয়ার উদ্দীন ও সহকারী অধ্যাপক মো. সেলিমুল হক, মুহাম্মদ ইসহাক ও প্রভাষক তাহমিদা খানম।
বাংলাদেশ সময়: ২২৫০ ঘণ্টা, মার্চ ২০, ২০২৩
এমএ/পিডি/টিসি