ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

আদালতে অসুস্থ হয়ে আইনজীবীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩২ ঘণ্টা, মার্চ ২২, ২০২৩
আদালতে অসুস্থ হয়ে আইনজীবীর মৃত্যু

চট্টগ্রাম: আদালতে সাক্ষীকে জেরা করার সময় হঠাৎ অসুস্থ হয়ে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মো. জোবাইরুল হক মৃত্যুবরণ করেছেন।  

বুধবার (২২ মার্চ) দুপুরে দ্বিতীয় অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ মুহাম্মদ আমিরুল ইসলাম আদালতে এ ঘটনা ঘটে।

মো. জোবাইরুল হক, কক্সবাজার জেলার চকরিয়া থানার বাসিন্দা। তিনি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) আইন বিভাগের চতুর্থ ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

 

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির তথ্য ও প্রযুক্তি সম্পাদক অলি আহমদ বাংলানিউজকে বলেন, আসামিকে জেরা করার সময় জোবাইরুল হক দুপুরে হঠাৎ অসুস্থ হয়ে নিচে পড়ে যান। এরপর দ্রুত নগরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক  তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, মার্চ ২২, ২০২৩ 
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।