ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

হরিণ শিকারের অপরাধে ৫ জনের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪২ ঘণ্টা, মার্চ ২২, ২০২৩
হরিণ শিকারের অপরাধে ৫ জনের কারাদণ্ড

চট্টগ্রাম: সংরক্ষিত বনাঞ্চল থেকে হরিণ শিকারের অপরাধে পাঁচজনকে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।  

মঙ্গলবার (২১ মার্চ) রাতে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার নাপোড়া বাজার থেকে তাদের আটক করেন বন বিভাগের কর্মীরা।

পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বাঁশখালী সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান তাদের এ কারাদণ্ড দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, মো. জসিম (২১), মো. নেজাম (২০), মো. মনজুর (৩০), মোহাম্মদ হোসেন (৪০), মো. কালু (১৮)।

তারা বনাঞ্চল থেকে বনমোরগ, হরিণসহ আরও বিভিন্ন বন্যপ্রাণী শিকার করে সেগুলো বিক্রি করতেন।

সহকারী কমিশনার মাহমুদুল হাসান বাংলানিউজকে বলেন, ‘চুনতী রিজার্ভ ফরেস্টের অধীনের একটি পাহাড় থেকে মায়া হরিণটিকে জালে আটকে ফেলে তারা। এরপর সেটিকে জবাই করে বাঁশের সঙ্গে ঝুলিয়ে কাঁধে নিয়ে লোকালয়ে ফিরছিলেন। রাতে গোপন সংবাদের ভিত্তিতে বন বিভাগের কর্মীরা তাদের আটক করেন। এরপর তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।

তিনি আরও বলেন, জিজ্ঞাসাবাদে তারা আদালতের সামনে প্রত্যেকে হরিণ শিকারের দায় স্বীকার করেন। বণ্যপ্রাণী সংরক্ষণ আইনে তাদের প্রত্যেককে ছয়মাস করে কারাদণ্ড দেয়া হয়েছে। তাদের কাছ থেকে জব্দ করা জবাই করা হরিণটি মাটি চাপা দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, মার্চ ২২, ২০২৩ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।