চট্টগ্রাম: চন্দনাইশ উপজেলায় মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও মূল্য তালিকা না থাকায় সাত ব্যবসায়ীকে ৯ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত দোহাজারী পৌরসভা এলাকায় বাজার মনিটরিং করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিমরান মোহাম্মদ সায়েক বাংলানিউজকে বলেন, অভিযানে সেভার ব্রেকার্সকে মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় ৩ হাজার টাকা, মূল্য তালিকা প্রদর্শন না করা ও বেশি দামে পণ্য বিক্রি করার অপরাধে ৭ জন ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় ৯ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
এসময় উপজেলার বাজার মনিটরিং টিমের সদস্য ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা উপস্থিত ছিলেন। সহযোগিতায় ছিলেন দোহাজারী পুলিশ ফাঁড়ির একটি দল।
বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, মার্চ ২৩, ২০২৩
বিই/টিসি