ঢাকা, মঙ্গলবার, ১৯ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ফটিকছড়িতে যুবককে কুপিয়ে হত্যা 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৮ ঘণ্টা, মার্চ ২৬, ২০২৩
ফটিকছড়িতে যুবককে কুপিয়ে হত্যা  ...

চট্টগ্রাম: পূর্ব শত্রুতার জেরে ফটিকছড়িতে মাসুদ (৩৬) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

শনিবার (২৫ মার্চ) রাতে তারাবির নামাজের পর দাঁতমারা ইউনিয়নের বালুটিলা এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহত মাসুদ দাঁতমারা ইউনিয়নের ১ নম্বর বালুটিলা ওয়ার্ডের সাইদুর রহমানে ছেলে।

স্থানীয়রা জানান, নিহত মাসুদ স্থানীয় ইউপি সদস্য ইউসুফ আলীর অনুসারী।

ইউপি নির্বাচনের পর থেকে ইউছুফ আলী এবং তার প্রতিদ্বন্দ্বী আকতারের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। শুক্রবার রাতেও মোটরসাইকেল সংক্রান্ত বিষয় নিয়ে দুই পক্ষের কথা কাটাকাটি হয়। শনিবার রাতে তারাবির নামাজ শেষ করে মসজিদ থেকে বের হওয়ার পর দুইপক্ষের মধ্যে আবারও ঝামেলা হয়। একপর্যায়ে আখতারের অনুসারীরা মাসুদকে কুপিয়ে জখম করে। পরে গুরুতর আহত অবস্থায় জোরারগঞ্জে একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পর ইউছুফ আলী মেম্বারের সমর্থকরা ক্ষুব্ধ হয়ে আকতারের বাড়িতে আগুন ধরিয়ে দেয়।

দাঁতমারা তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক নাজের হোসেন বাংলানিউজকে জানান, নিজেদের মধ্যে পূর্ব শত্রুতা ছিল। তারাবির নামাজ শেষ করে বের হলে কথা কাটাকাটিতে জড়ায় তারা। একপর্যায়ে মাসুদকে কুপিয়ে জখম করে প্রতিপক্ষ। পরে মাসুদকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় ৬ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। শামীম এবং দেলোয়ার নামে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, মার্চ ২৬, ২০২৩
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।