চট্টগ্রাম: প্রতারণা করে অর্থ আত্মসাৎসহ ৭ মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত ১৯ বছর ধরে পলাতক আসামি মো. জাফর আহাম্মদকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৩১ মার্চ) রাতে নগরের চান্দগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
মো. জাফর আহাম্মদ (৬১), খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলা বোয়ালখালী এলাকার হাজী মফজ্জল আহাম্মদের ছেলে।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার জানান, প্রতারণা করে অর্থ আত্মসাৎসহ ৭ মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি মো. জাফর আহাম্মদ ১৯ ধরে পলাতক ছিলেন।
তিনি আরও জানান, দীঘিনালা এলাকায় প্রতারণা করে অর্থ আত্মসাৎসহ বিভিন্ন অপকর্ম করে আইনশৃংখলা বাহিনীর নিকট থেকে গ্রেফতার এড়াতে দীর্ঘ ১৯ বছর যাবৎ চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিচয়ে অবস্থান করছিল। তার বিরুদ্ধে দীঘিনালা থানায় প্রতারণা সহ বিভিন্ন অপরাধে সাতটি মামলা রয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, এপ্রিল ০১, ২০২৩
এমআই/টিসি