ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ডিগ্রি নেই, তবুও ১২ বছর ধরে করছেন দাঁতের চিকিৎসা

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৭ ঘণ্টা, এপ্রিল ১, ২০২৩
ডিগ্রি নেই, তবুও ১২ বছর ধরে করছেন দাঁতের চিকিৎসা

চট্টগ্রাম: নেই কোনো প্রতিষ্ঠানিক ডিগ্রি, তবুও ১২ বছর ধরে চেম্বার খুলে দাঁতের চিকিৎসা করছেন তিনি। নামের আগে যোগ করেছেন ডাক্তার পদবী আর নামের পেছনে লাগিয়েছেন ডেন্টাল সার্জন।

শনিবার (১ এপ্রিল) অভিযানে গিয়ে এমন ভুয়া চিকিৎসকের সন্ধান পায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।  

নগরের হালিশহর জি ব্লকে সেতু ডেন্টাল ক্লিনিক নামক একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে মো: মনিরুল ইসলাম নামে ওই চিকিৎসককে গ্রেফতরা করা হয়।

 

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত বাংলানিউজকে বলেন, মনিরুল ইসলাম নিজেকে দন্ত চিকিৎসক হিসেবে পরিচয় দেন এবং তার নিজের প্রেসক্রিপশন প্যাড দেখান। প্রেসক্রিপশন প্যাডে তার নামের আগে ‘ডা.’ লেখা এবং পদবী হিসেবে ডেন্টাল সার্জন উল্লেখ করা হয়েছে। কিন্তু তিনি বিএমডিসি’র কোন রেজিস্ট্রেশন দেখাতে পারেন নি।

তিনি বলেন, মোবাইল কোর্টের মাধ্যমে আসামিকে ১ লাখ টাকা জরিমানা ও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া প্রতিষ্ঠানটি বন্ধ করে দেওয়া হয়। আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, এপ্রিল ০১, ২০২৩
এমআর/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।