ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৫ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২৩
অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান এতিম শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ করেন কেন্দ্রীয় আ.লীগ নেতা মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী।

চট্টগ্রাম: কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সদস্য এবং আমরা ক’জন মুজিব সেনার সহ-সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী বলেছেন, চারিদিকে একটু ভালো করে তাকালেই দরিদ্র মানুষের চিহ্ন দেখা যায়। নানা অসহায়ত্ব নিয়ে তারা ছুটাছুটি করছে।

যাদের সম্পদ আছে, পাহাড়সম আছে। আর যাদের নেই, একবেলা খাওয়ার অর্থটুকুও নেই।
 

তিনি বলেন, এগুলো আমাদের প্রতিদিনের দৃশ্য। ধনী-গরীবের এই বৈষম্য কি কমানো সম্ভব? এই বৈষম্য কমানো যাবে কি না আমি জানি না। তবে চেষ্টা তো করা যায়। তাই আমার এই ক্ষুদ্র প্রয়াস। অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এই প্রয়াস আমি অব্যাহত রাখবো ইনশাল্লাহ। অসহায় মানুষের জন্য আমি নিজেকে উৎসর্গ করতে চাই। সবাইকে এমন মহৎ কাজে শামিল হতে হবে।

তিনি রোববার (২ এপ্রিল) সকাল ১১টায় জলিল-জাহান ফাউন্ডেশনের আয়োজনে লোহাগাড়া উপজেলার  এতিম ও সুবিধাবঞ্চিত শিশু, মাদ্রাসার শিক্ষক, খতিব, ইমাম-মুয়াজ্জিন, পুরোহিত ও অসহায় মানুষের সাথে ঈদপূর্ব শুভেচ্ছা বিনিময় এবং ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।

ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব লোহাগাড়া-সাতকানিয়া (ডুসালস)’র সার্বিক সহযোগিতায় লোহাগাড়ার আমিরাবাদস্থ সিটিজেন পার্ক কমিউনিটি সেন্টারে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আ’লা হযরত ইমাম আহমদ রেজা (রহ.) সুন্নিয়া দাখিল মাদরাসার সুপারিন্টেন্ডেন্ট মাওলানা সিরাজুল ইসলাম, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য মো. ফরিদুল আলম, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা কামরুল রশিদ পারভেজ, লোহাগাড়া উপজেলা আমরা ক’জন মুজিব সেনা’র সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম আরজু, লোহাগাড়া উপজেলা ছাত্রলীগ সহ-সভাপতি মিনহাজ উদ্দিন, ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব লোহাগাড়া-সাতকানিয়া (ডুসালস)’র সভাপতি নাজমুল কায়েস সিয়াম। উপস্থিত ছিলেন আমরা ক’জন মুজিব সেনা লোহাগাড়া উপজেলা যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম, সদস্য নারায়ণ, সাইফুল, নজরুল, শিহাব উদ্দিন।  

ঈদপূর্ব শুভেচ্ছা বিনিময় শেষে প্রায় ১ হাজার ২৫০ জনকে নগদ অর্থ ও ঈদ উপহার বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০২৩ 
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।