চট্টগ্রাম: অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি করায় তিন প্রতিষ্ঠানকে এক লাখ টাকার জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
মঙ্গলবার (৪ এপ্রিল) নগরের বাকলিয়া থানার রাজাখালী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
এতে মেসার্স এমরান সেমাই ফ্যাক্টরিকে ২০ হাজার টাকা, রফিক ফুড প্রোডাক্টসকে ৬০ হাজার টাকা এবং সূর্য সেমাই ফ্যাক্টরিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ পরিচালক ফয়েজ উল্যাহ বাংলানিউজকে জানান, সেমাই কারখানায় অভিযান চালানো হয়।
অভিযানে সহযোগীতা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর চট্টগ্রামের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান ও সহকারী পরিচালক রানা দেব নাথ।
বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০২৩
এমআর/টিসি