ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

’পিচ্ছি শাকিব’ গ্যাংয়ের প্রধানসহ গ্রেফতার ১১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২০ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২৩
’পিচ্ছি শাকিব’ গ্যাংয়ের প্রধানসহ গ্রেফতার ১১ ...

চট্টগ্রাম: নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে একটি কিশোর গ্যাংয়ের প্রধানসহ ১১ জনকে গ্রেফতার করা হয়েছে।  

মঙ্গলবার (৪ এপ্রিল) ইফতারের পর থেকে দিবাগত রাত পর্যন্ত নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

 

গ্রেফতার কিশোর গ্যাং সদস্যরা হলেন, রিয়াজ উদ্দিন সানি (২৪), সাদ্দাম হোসেন (২০), আব্দুল মান্নান (২০), তানভীর (২০), সোহেল রানা (২১), রবিউল হোসেন (১৮), আল রাব্বি (২৪), পিচ্ছি শাকিব গ্যাং গ্রুপের প্রধান মো. জসিম (২৫), মো. রাকিব(১৯), বেলাল মিয়া সাজু (২৩) এবং মো. সাকিব (১৫)।  

র‌্যাব জানিয়েছেন, কিশোর গ্যাংয়ের সদস্যরা এলাকায় আধিপত্য বিস্তার, চাঁদাবাজি, চুরি-ছিনতাই থেকে শুরু করে খুনাখুনিসহ নানা অপরাধে কিশোর-তরুণরা জড়িয়ে পড়ছে।

মাদক ব্যবসা ও দখলবাজিতেও তাদের ব্যবহার করা হচ্ছে। অধিকাংশ কিশোর গ্যাং গড়ে ওঠার পেছনে স্থানীয় এলাকার একটি চক্রের মদদ রয়েছে। ‘হিরোইজম’ প্রকাশ করতেও পাড়া-মহল্লায় কিশোর গ্যাং গড়ে উঠছে।  

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার জানান, মঙ্গলবার ইফতারের পর থেকে ভোররাত পর্যন্ত নগরের বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে সানি গ্যাংয়ের সাত জন এবং পিচ্ছি সাকিব গ্যাংয়ের প্রধানসহ চারজন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। নগরের বায়েজিদ এলাকায় সানী গ্যাং মারামারি, ছিনতাই, চাঁদাবাজী ও এলাকায় প্রভাব বিস্তার করাসহ বিভিন্ন অপকর্মে জড়িত। এই গ্যাংটির লিডার রিয়াজুদ্দিন সানী বায়েজিদ এলাকার একটি হত্যা মামলার আসামি। তিনি জামিনে এসেও এই গ্যাং লালন-পালন করার মাধ্যমে প্রভাব বিস্তারসহ বিভিন্ন সময় এলাকায় শান্তি-শৃঙ্খলা বিঘ্ন ঘটানোর সঙ্গে জড়িত। এই গ্যাংয়ের সদস্যরা সকলেই মাদকাসক্ত বলে জানা যায়। গ্রেফতার কিশোর গ্যাং সদস্য রিয়াজ উদ্দিন সানি, তানভীর এবং আল রাব্বির নামে নগরের বায়েজিদ বোস্তামী থানায় মামলা রয়েছে ।  

তিনি আরও জানান, পিচ্চি শাকিব গ্যাং নগরের পাহাড়তলী থানার সরাইপাড়া এলাকায় ছিনতাই, চাদাবাজি এবং মারামারি, জমি দখল করার মতো অপকর্মে লিপ্ত। তবে এদের মূল কার্যক্রম হলো সন্ধ্যার পর একত্রিত হয়ে রাস্তায় চলাচলকারী মানুষদের কাছে থেকে ছিনতাই করা। এরা বিভিন্ন দোকানদারদের কাছে চাঁদাও আদায় করতো। এদের ভয়ে এলাকার মানুষ স্বাভাবিক কার্যক্রম করতে পারতো না। এ গ্যাংয়ের গ্রেফতার সাকিব, জসিম, রাকিব এবং বেলালের বিরুদ্ধে চাঁদাবাজি ও মারামারির জন্য মামলা রয়েছে।  

গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২৩
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।