ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চমেকে ছাত্র নির্যাতনের ঘটনায় আরও এক শিক্ষার্থী বহিষ্কার 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৭ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২৩
চমেকে ছাত্র নির্যাতনের ঘটনায় আরও এক শিক্ষার্থী বহিষ্কার 

চট্টগ্রাম: সহপাঠীকে নির্যাতনের ঘটনায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজের (চমেক) এমবিবিএস ৬৩ ব্যাচের ছাত্র জাবেদুল ইসলামকে এক বছরের জন্য বহিষ্কার করেছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) দুপুরে অ্যকাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন চমেক হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেনা আক্তার।

 

তিনি বাংলানিউজকে বলেন, গতকাল ৬৩তম ব্যাচের শিক্ষার্থী ইশতিয়াককে মারধরের ঘটনায় অভিযুক্ত জাবেদুলকে এক বছরের জন্য বহিস্কার করা হয়েছে। তারা দুই জনই একই ব্যাচের ছাত্র।

এর আগে গতকাল বুধবার (৫ এপ্রিল) বিকেলে ছাত্রাবাসে মারধরের শিকার হন এমবিবিএস ৬৩ ব্যাচের ইশতিয়াকুর রহমান। এমবিবিএস ৬৩ ব্যাচের বেশ ক’জন শিক্ষার্থী রমজান মাসে ক্লাস বর্জন করার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু ইশতিয়াকুর তা না মেনে ক্লাস করতে যান। এতেই ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত জাবেদুল ইসলাম ইশতিয়াককে মারধর করে।

এর আগে গত ৮ ফেব্রুয়ারি চমেক এই ছাত্রাবাসে চার শিক্ষার্থীকে নির্যাতনের ঘটনা ঘটে। এতে অভিযুক্ত সাত শিক্ষার্থীকে বহিষ্কার করেছিল চমেক কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২৩
এমআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।