ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

অধিক মূল্যে পণ্য বিক্রি, ৮ দোকানিকে জরিমানা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩০ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২৩
অধিক মূল্যে পণ্য বিক্রি, ৮ দোকানিকে জরিমানা  ...

চট্টগ্রাম: লোহাগাড়া উপজেলায় অধিক মূল্যে পণ্য বিক্রি ও মূল্য তালিকা প্রদর্শন না করায় ৮টি মামলায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

বৃহস্পতিবার (৬ এপ্রিল) দুপুর থেকে বিকেল পর্যন্ত লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের  এমচর হাটে এ অভিযান পরিচালিত হয়।

 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান বাংলানিউজকে বলেন, রমজান উপলক্ষে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে কঠোরভাবে বাজার মনিটরিং করা হয়। অধিক মূল্যে পণ্য বিক্রয়, মূল্য তালিকা প্রদর্শন না করাসহ বিভিন্ন অপরাধে ৮ জন দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।

 

এছাড়া  কাচা বাজারের অসংখ্য দোকানিকে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা হয়।  

অভিযানে লোহাগাড়া থানার এস আই শরিফের নেতৃত্বে পুলিশের একটি টিম, গ্রাম পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২৩
 বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।