চট্টগ্রাম: নগরের আতুরার ডিপোর ৪ দোকানিকে ১৭ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
শুক্রবার (৭ এপ্রিল) এ অভিযানে নেতৃত্ব দেন সহকারী পরিচালক নাসরিন আক্তার ও রানা দেবনাথ।
এ সময় মূল্য তালিকা না থাকায় সেলিম স্টোরকে ১ হাজার টাকা, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে চিনি বিক্রি করায় রাঙ্গুনিয়া স্টোরকে ১ হাজার টাকা, বিদেশি পণ্যের মোড়কে আমদানিকারকের স্টিকার না থাকায় হাজি ইয়াছিন স্টোরকে ৫ হাজার টাকা এবং জিলাপিতে অননুমোদিত কেমিক্যাল (হাইড্রোজ) ও পোড়া তেল ব্যবহার করায় বাগদাদ হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কর্মকর্তারা।
বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০২৩
এআর/টিসি