চট্টগ্রাম: ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামের অগ্নিপুরুষ, কমিউনিস্ট বিপ্লবী কমরেড অনঙ্গ সেনের ২৫ তম প্রয়াণ দিবস আগামীকাল রোববার (০৯ এপ্রিল)।
১৯৯৮ সালের এদিনে বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী এই বিপ্লবীর জীবনাবসান হয়েছিল।
প্রয়াণ দিবসে কমরেড অনঙ্গ সেনের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), চট্টগ্রাম জেলা শাখার সভাপতি অধ্যাপক অশোক সাহা ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর।
সিপিবির পক্ষ থেকে দেয়া বিবৃতিতে বলা হয়েছে, মাস্টারদা সূর্য সেনের সহযোদ্ধা হয়ে কমরেড অনঙ্গ সেন ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করেছিলেন।
বিবৃতিতে আরও বলা হয়, কমরেড অনঙ্গ সেন ছিলেন কমিউনিস্ট আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব। নির্লোভ, ন্যায়, নীতিনিষ্ঠ সাধারণ জীবনযাপন করে তিনি মেহনতি মানুষের মুক্তির সংগ্রামে নিজের জীবন বিলিয়ে দিয়েছিলেন। পাকিস্তানে, এমনকি স্বাধীন বাংলাদেশেও কমিউনিস্ট পার্টি যখন নানাসময়ে নিষিদ্ধ হয়, সেই বৈরি সময়ে তিনি অত্যাচার-নির্যাতন সহ্য করে পার্টির কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রেখেছিলেন। চট্টগ্রামে পার্টিকে সংগঠিত করেছেন। অগণিত কিশোর, তরুণকে কমিউনিস্ট আন্দোলনে উদ্বুদ্ধ করেছেন।
জীবদ্দশায় কমরেড অনঙ্গ শেষ ছিলেন চট্টগ্রাম জেলা সিপিবির সম্পাদকমণ্ডলীর সদস্য। মৃত্যুর এক সপ্তাহ আগে চট্টগ্রাম শহরের লালদিঘী ময়দানে বৃষ্টিতে ভিজে তিনি সিপিবির জনসভায় অংশ নিয়েছিলেন। এরপর নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
প্রয়াণ দিবসে কমরেড অনঙ্গ সেনকে শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি গ্রহণ করেছে চট্টগ্রাম জেলা সিপিবি। রোববার (৯ এপ্রিল) বিকেল ৫টায় নগরীর হাজারী লেইনের কার্যালয়ে পার্টির সকল সদস্যকে উপস্থিত থাকার অনুরোধ করেছেন জেলা সিপিবির সভাপতি অধ্যাপক অশোক সাহা ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর।
বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০২৩
এমআর/টিসি