ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চন্দনপুরা মহল্লা কমিটির ইফতার সামগ্রী বিতরণ 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩০ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২৩
চন্দনপুরা মহল্লা কমিটির ইফতার সামগ্রী বিতরণ  চন্দনপুরা মহল্লা কমিটির উদ্যোগে দুস্থ অসহায় ৪০০ পরিবারকে ইফতার সামগ্রী দেওয়া হয়েছে

চট্টগ্রাম: পবিত্র রমজান উপলক্ষে চন্দনপুরা মহল্লা কমিটির উদ্যোগে দুস্থ অসহায় ৪০০ পরিবারকে ইফতার সামগ্রী দেওয়া হয়েছে। শুক্রবার (১৪ এপ্রিল) দুপুরে চন্দনপুরা জামে মসজিদ সংলগ্ন জান্নাত টাওয়ারে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়।

 

এতে প্রধান অতিথি ছিলেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। চন্দনপুরা মহল্লা কমিটির সভাপতি আবদুল মান্নানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূর আহমেদ রাজুর সঞ্চালনায় ইফতার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম-৮ আসন উপনির্বাচনের আওয়ামী লীগ প্রার্থী নোমান আল মাহমুদ, চকবাজার ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মো. আবদুর রউফ, মোজাহেরুল ইসলাম চৌধুরী, দিদারুল আলম, নিজাম উদ্দিন প্রমুখ।

আ জ ম নাছির উদ্দীন বলেন, আওয়ামী লীগ সরকারের ঈর্ষণীয় সাফল্যে দেশ অভূতপূর্ব ভাবে এগিয়ে যাচ্ছে। উন্নয়নশীল বিশ্বে বাংলাদেশ এখন অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে উঠেছে। এটা সম্ভব হয়েছে একমাত্র সৎ, যোগ্য, দক্ষ নেতৃত্বের কারণে। বাংলাদেশকে এখন ঋণ নিয়ে চলতে হয় না। যারা বাংলাদেশকে ঋণগ্রস্ত করে নিজেদের দাস বানিয়ে রাখতে চায়, আওয়ামী লীগ তাদের মুখে কুলুপ এঁটে দিয়েছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার কারণে তাদের স্বার্থ হাসিল হচ্ছে না। তাই তারা আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যূত করার ষড়যন্ত্রে লিপ্ত। তাদের সঙ্গে জোট বেঁধেছে দেশীয় শত্রুরা। দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যূত করার এই অপচেষ্টা জনগণ ভোটের মাধ্যমে প্রত্যাখ্যান করবে ইনশাআল্লাহ।

বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২৩ 
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।