চট্টগ্রাম: রাউজানে মাছ ধরার জাল নিয়ে বিরোধের জেরে অসীম জলদাস নামে একজনকে নৃশংসভাবে খুনের পর মরদেহ গুমের মামলায় ২ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৬ নভেম্বর) চট্টগ্রামের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (দেউলিয়া বিষয়ক) জাহাঙ্গীর হোসেনের আদালত এই রায় দেন।
আদালতের বেঞ্চ সহকারী রিটন বড়ুয়া বাংলানিউজকে বলেন, ১৩ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় উজ্জ্বল জলদাস ও সজল জলদাস
দণ্ডবিধির ৩০২ ধারায় মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
মামলার নথি থেকে জানা যায়, রাউজান উপজেলার পশ্চিম বিনাজুরী গ্রামের জেলেপাড়ার বাসিন্দা অসীম জলদাস মশার কয়েল কেনার জন্য দোকানের উদ্দেশ্যে বের হয়ে ২০১৩ সালের ৭ জুলাই নিখোঁজ হন। পরদিন তার মরদেহ পশ্চিম বিনাজুরী স্লুইচগেট কার্যালয়ের পেছনে সেফটিক ট্যাংক থেকে উদ্ধার করা হয়। অসীমকে গলায় ছুরিকাঘাত করে নির্মমভাবে হত্যার পর মরদেহ গুম করে রাখার অভিযোগে তার স্ত্রী সাবিত্রী জলদাস রাউজান থানায় মামলা করেন।
মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা ২০১৩ সালের ২৪ অক্টোবর আদালতে অভিযোগপত্র জমা দেন। ২০১৫ সালের ৩ নভেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।
বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২৪
এমআই/টিসি