চট্টগ্রাম: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার কৃষ্ণপদ রায় বলেছেন, বিত্তের সঙ্গে চিত্তের মেলবন্ধন ঘটানো গেলে ভালো কিছু সৃষ্টি হবেই। তবে, নতুন কিছু অর্জন মানেই পুরনোকে বর্জন নয়।
শনিবার (১৫ এপ্রিল) বিকেলে ফিরিঙ্গিবাজারে উপলব্ধি কার্যালয়ে ক্লাবে আয়োজিত রোটারী ক্লাব অব চিটাগাং ইস্ট এর ৮৮১তম পাক্ষিক সভায় তিনি এ কথা বলেন।
সিএমপি কমিশনার বলেন, রোটারী ক্লাব বিশ্বে সমাদৃত আর চট্টগ্রাম ইস্ট এর গতিময়তায় আমরা আশাবাদী হই। সিয়াম সাধনার পাশাপাশি মানুষ হবার সাধনায় ব্রতী হতে পারলে সমাজ সুন্দর হবে। সংস্কৃতি লাভবান হবে।
পিতৃমাতৃহীন তথা ছিন্নমূলদের মূলধারায় নিয়ে আসার জন্য যারা কাজ করছেন তাদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, পহেলা বৈশাখের উৎসব সবার। ধনী, দরিদ্র, হিন্দু-মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান তথা সবার। বাঙালির বৃহত্তর ও প্রাচীন সার্বজনীন উৎসব। ধর্মের রঙে নয়, অসাম্প্রদায়িক চেতনার রঙে রাঙাতে হবে নববর্ষকে। রোটারী ক্লাব অব চিটাগাং ইস্টকে এ ধরণের আয়োজনের জন্য হৃদ্ধিক অভিনন্দন জানান তিনি।
সংগঠনের সভাপতি এ কে এম সাইদুল ইসলাম বাবুর সভাপতিত্বে ও পুষ্টিবিদ হাসিনা আক্তার লিপির সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন উপ-পুলিশ কমিশনার মাসুদ, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, সাংবাদিক আলমগীর সবুজ, বিশিষ্ট ব্যবসায়ী খায়রুল আলম সুজন, ক্লাব মেম্বার রোটারিয়ান পিপি এ.আর খান, রোটারিয়ান পিপি কর্নেল (অব.) এবিএম জয়নুর রশীদ, রোটারিয়ান পিপি কামরুল ইসলাম, রোটারিয়ান পিপি রাকিবুল ইসলাম, প্রেসিডেন্ট ইলেক্ট নাসিমা আখতার, রোটারিয়ান পিপি জয় দেব দাশ, রোটারিয়ান লেখক-সাংবাদিক শওকত বাঙালি, রোটারিয়ান মিজানুর রহমান, রোটারিয়ান নিলুফার আজাদ প্রমুখ।
বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২৩
এমআর/টিসি