চট্টগ্রাম: মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, ভোটকেন্দ্রে ভোটারের উপস্থিতি নিশ্চিত করে প্রমাণ করতে হবে নির্বাচন একটি শুদ্ধতম ব্যবস্থা। আমি অন্তত সিংহভাগ ভোটারের উপস্থিতি চাই।
সোমবার (১৭ এপ্রিল) বিকেলে বোয়ালখালীর চরণদ্বীপ এলাকায় গণসংযোগের সময় এসব কথা বলেন।
তিনি আরও বলেন, চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচন আমাদের কাছে একটি চ্যালেঞ্জ। আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই উপনির্বাচন যেন একটি মডেল হয়ে দাঁড়াতে পারে সেটাকে প্রমাণ করা আমাদের দলীয় নেতাকর্মীদের একটি রাজনৈতিক দায়বদ্ধতা।
নৌকার প্রার্থী ও মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ বলেন, আজ আপনাদের মাঝে হাজির হয়েছি একটি ঐতিহাসিক দিনে। এই দিনটিতে মুজিবনগর সরকার প্রতিষ্ঠিত হয়েছিল এবং বিশ্বব্যাপী স্বাধীন বাংলাদেশ সরকারের বৈধতা অর্জিত হয়েছিল। এইদিনই আমি আহ্বনান জানাই আপনারা আমাকে আপনাদের জনপ্রতিনিধি হিসেবে রায় দিয়ে সেবা করার সুযোগ দিবেন।
এ সময় উপস্থিত ছিলেন সফর আলী, তিমির বরণ চৌধুরী, আমিনুল আমিন চৌধুরী, রেজাউল করিম রাজা, জহিরুল ইসলাম জহুর, এস এম সেলিম, আব্দুর রব, শওকত ওসমান জাহাঙ্গীর, শামীম আরা বেগম, মো. ঈসা প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২৩
পিডি/টিসি