ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

'যুব বিদ্রোহ বাংলাদেশে স্বাধীনতার বীজ বপন করেছিল'

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪১ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২৩
'যুব বিদ্রোহ বাংলাদেশে স্বাধীনতার বীজ বপন করেছিল' বক্তব্য দেন ড. অনুপম সেন

চট্টগ্রাম: বাংলার ইতিহাসে গৌরবগাথা কম নয়। কিন্তু প্রায় বিস্মৃতির অতলে চলে গেছে আমাদের জাতীয় জীবনের এক অমূল্য বীরত্বগাথা চট্টগ্রাম যুব বিদ্রোহ।

সাম্রাজ্যবাদী ইংরেজদের সমস্ত অহংকার চূর্ণ করে দিয়েছিলেন মাস্টারদা সূর্যসেনের নেতৃত্বে কয়েকজন তরুণ যোদ্ধা। দোর্দণ্ডপ্রতাপের ব্রিটিশ শাসনের বিশাল ভারতবর্ষে চট্টগ্রামকে ৪দিন স্বাধীন করে রেখেছিল কয়েকজন অকুতোভয় বিপ্লবী।
সেই ঘটনাকে সাড়ম্বরে উদযাপন করলো বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রাম।  

মঙ্গলবার (১৮ এপ্রিল) চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে 'রাস্তা জুড়ে রোদ হোক' শিরোনামে অনুষ্ঠানের শুরুতে ছিল আলোচনা সভা।  

এতে অতিথি ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সমাজবিজ্ঞানী ড. অনুপম সেন, কবি ও সাংবাদিক আবুল মোমেন, নাট্যকার ও নির্দেশক প্রদীপ দেওয়ানজী, বোধনের সহ সভাপতি সুবর্ণা চৌধুরী।

এ সময় ড. অনুপম সেন বলেন, যুব বিদ্রোহ বাংলাদেশে স্বাধীনতার বীজ বপন করেছিল। তাই যুব বিদ্রোহে অংশ নেয়া বিপ্লবীদের স্মরণে রাষ্ট্রকে আরো নানা উদ্যোগ নিতে হবে।

কবি ও সাংবাদিক আবুল মোমেন বলেন, চট্টগ্রাম যুব বিদ্রোহে যাঁরা নিজেকে উৎসর্গ করেছিলেন সেই মহান শহিদদের আদর্শকে তরুণদের সামনে তুলে ধরতে হবে।

সভায় সভাপতিত্ব করেন বোধন আবৃত্তি পরিষদের সভাপতি সোহেল আনোয়ার। পরে দলীয় সংগীত পরিবেশন করেন অভ্যুদয় ও ধ্রুপদ সংগীত নিকেতন। দলীয় নৃত্যে অংশ নেন নৃত্যরূপ একাডেমি ও নৃত্য নিকেতন। বৃন্দ আবৃত্তি পরিবেশন করে প্রমা আবৃত্তি সংগঠন ও বোধন আবৃত্তি পরিষদ। অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করেন হোসাইন কবির, মালেক মুস্তাকিম, সারাফ নাওয়ার। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অনুপম শীল।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২৩
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।