ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চুরি করা ল্যাপটপ, মোবাইলসহ গ্রেফতার ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৩ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২৩
চুরি করা ল্যাপটপ, মোবাইলসহ গ্রেফতার ২ ...

চট্টগ্রাম: নগরের কোতোয়ালী থানার লালদীঘি পুরাতন গির্জার গলি থেকে চোরাই পণ্যসহ ২ চোরকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১৭ এপ্রিল) রাতে তাদের গ্রেফতার করে কোতোয়ালী থানা পুলিশ।

তারা হলেন- কুমিল্লা জেলার মুরাদনগর থানার সোনাপুর মধ্যপাড়া বক্তার বাড়ির মো. বক্তারের ছেলে মো. আরিফ (২২) ও নগরের কোতোয়ালী থানা বক্সিরহাট বদরপাতি মাজারের সামনে ফয়সাল আহমেদের বিল্ডিংয়ের নুরুল কবিরের ছেলে জাহাঙ্গীর আলম (৪০)।

পুলিশ জানিয়েছে, গত ৮ এপ্রিল নগরের কোতোয়ালী থানার নন্দনকানন পুলিশ প্লাজা মার্কেটের ৫ম তলায় ৫৪৪ নম্বর দোকান সোর্সিং সলিউশন লিমিটেডের অফিস রুমের টেবিলের ওপর থেকে একটি  ল্যাপটপ ও মোবাইল চুরি করে নিয়ে যায়।

 

কোতোয়ালী থানার উপপরিদর্শক (এসআই) মোমিনুল হাসান বাংলানিউজকে বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় সোমবার রাতে লালদীঘি পুরাতন গির্জার গলি থেকে মো. আরিফ ও জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করা হয়। তাদের হেফাজত থেকে চুরি করা ল্যাপটপ ও মোবাইল সেট উদ্ধার করা হয়। গ্রেফতার মো. আরিফ সোর্সিং সলিউশন লিমিটেডের অফিস থেকে ল্যাপটপ ও দুইটি মোবাইল সেট চুরি করার কথা স্বীকার করেছে। তিনি নগরের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন যাবৎ দিনের বেলায় অফিস ও বাসভবনে চুরি করে আসছিল। চোরাই পণ্য তার সহযোগী জাহাঙ্গীর আলমের মাধ্যমে বিক্রি করে।  

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২৩
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।