চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরের বাকলিয়া থানার রাজাখালী হাজী জনতা কোল্ড স্টোরেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৮ এপ্রিল) রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, মো. তারেক(২৮), নুর হোসেন, মো.মান্নান (৩৪) ও রবিন(২২)।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো.আব্দুল হামিদ মিয়া।
আগুনের কারণে ভবনের চারপাশের মানুষদের সরিয়ে নেওয়া হয়েছে। গ্যাস চারদিকে ছড়িয়ে পড়ছে জানিয়েছেন স্থানীয়রা।
আসাদগঞ্জ শুটকি ব্যবসায়ী সমিতির যুগ্ম সম্পাদক মো.নাজিম উদ্দীন বাংলানিউজকে বলেন, আগুনের সংবাদ শুনে ঘটনাস্থলে এসেছি। এখনো ভেতরে কী হচ্ছে জানি না।
ভবনের পাশের স্থানীয় সাকিব বাংলানিউজকে বলেন, জনতা ভবনের নিচতলা থেকে আগুনের সূত্রপাত হয়। গ্যাসের কারণে ভবনের নিচতলার দেওয়াল ভেঙে গেছে। আমরা কোন রকমভাবে ভবন থেকে বের হয়েছি।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ নুর উল্লাহ আশেক বাংলানিউজকে বলেন, আগুনের ঘটনায় চারজনকে হাসপাতালে আনা হয়েছে। তার মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কা জনক। চারজনেই হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বাংলানিউজকে বলেন, রাজাখালী এলাকায় জনতা কোল্ড স্টোরেজে আগুন লাগে। বিস্ফোরণে গ্যাস আশেপাশে ছড়িয়ে পড়েছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের কাজ করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত জানা যায় আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি।
বাংলাদেশ সময়: ০০২৩০ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২৩
এমআই/টিসি