চট্টগ্রাম: ইট-পাথরের নগর ছেড়ে ঈদ করতে বাড়ি ফিরতে শুরু করেছে মানুষ। কোলাহলমুখর বন্দরনগরী এখন ফাঁকা হয়ে যাচ্ছে।
বুধবার (১৯ এপ্রিল) সকাল থেকেই চট্টগ্রাম রেলস্টেশন ছিল ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। প্রতি বছর বাস ও ট্রেনে করে বাড়ি ফেরার পথে নানা ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
রেল কর্মকর্তারা জানান, প্রথমবারের মতো স্টেশনের কাউন্টার ছাড়াই আন্তঃনগর এবং স্পেশাল ট্রেনের টিকিট অনলাইনে বিক্রি করা হয়। এছাড়া অন্যান্য মেইল এবং ট্রেনের স্ট্যান্ডিং টিকিট বিক্রি হয় স্টেশনের কাউন্টারে।
চাঁদপুরগামী যাত্রী আল আমিন বাংলানিউজকে বলেন, একটু আগে ঈদের কেনাকাটা শেষ করেছি। কালকে থেকে অফিস ছুটি। তাই বাড়ি চলে যাচ্ছি। এবার ট্রেনে অনলাইনে টিকেট বিক্রি করায় ঈদযাত্রা অনেকটা স্বস্তির।
এদিকে কদমতলী আন্তঃজেলা বাস টার্মিনাল, বিআরটিসি বাসস্টেশন, গরিবুল্লাহ মাজার গেইট, অলংকার মোড়, একে খান ও সিটি গেইট এলাকার বাস কাউন্টারগুলোতে অগ্রিম টিকেট প্রায় শেষ। যারা ট্রেনে টিকেট পাননি তারা বাসের টিকেট আগেভাগেই কেটে ফেলেছেন। তাই দূরপাল্লার যাত্রীদের সহজে মিলছে না টিকেট।
বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২৩
পিডি/টিসি