চট্টগ্রাম: রাউজান উপজেলায় কমিউনিস্ট পার্টির উদ্যোগে একটি সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ এপ্রিল) সকালে এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা কমিউনিস্ট পার্টির সদস্য অজয় সেন।
এ সময় নেতৃবৃন্দ বলেন, চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম গত এক বছরে বেড়েছে ৫০ ভাগ থেকে ৮০ ভাগ। দেশের ১৭ কোটি মানুষ এখন বাজার সিন্ডিকেটের হাতে জিম্মি। আর এই সিন্ডিকেটের পাহারাদারের ভূমিকায় আছে স্বৈরাচারী ও কর্তৃত্ববাদী সরকার আওয়ামী লীগ। জনগণের জীবন যাত্রার ব্যয় বহুগুণে বেড়েছে। ফলে দ্রব্যমূল্য বৃদ্ধির লাগাম টেনে ধরতে না পারলে জনজীবন দুর্বিসহ সংকটে পড়বে। তাই বাম প্রগতিশীল শক্তিকে রাস্ট্র ক্ষমতায় গিয়ে ব্যবস্থার বদল ঘটাতে হবে।
বাংলাদেশ সময়: ২২২০ ঘণ্টা্, এপ্রিল ১৯, ২০২৩
পিডি/টিসি