চট্টগ্রাম: ঈদযাত্রায় বাস কাউন্টারগুলোতে ভাড়ার তালিকা প্রদর্শন না করে বাড়তি ভাড়া আদায় করায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১৯ এপ্রিল) বিকালে বহদ্দারহাট, চান্দগাঁও থানার মোড়, কর্ণফুলী সেতু এলাকায় কয়েকটি বাস কাউন্টারে এ অভিযান পরিচালনা করেন বিআরটিএ’র চট্টগ্রামের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী।
এ সময় এসব কাউন্টারের বিরুদ্ধে ভাড়ার তালিকা প্রদর্শন না করে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করেন যাত্রীরা।
বিআরটিএ চট্টগ্রামের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী বলেন, বহদ্দারহাট, চান্দগাঁও থানার মোড়, কর্ণফুলী সেতু এলাকায় কয়েকটি বাস কাউন্টারে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে এমন তথ্যে অভিযান চালানো হয়।
বাংলাদেশ সময়: ২২৪০ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২৩
পিডি/টিসি