চট্টগ্রাম: ঈদুল ফিতরে এবার জমবে নির্বাচনী রাজনীতি। জাতীয় নির্বাচনের আগে এটাই শেষ ঈদ।
জানা যায়, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী নগরের কাট্টলীর বাড়িতে ঈদের নামাজ আদায় করবেন। ঈদের দ্বিতীয় দিন নগরের মেহেদীবাগের বাসায় দলের নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের সঙ্গে তিনি ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান জমিয়াতুল ফালাহ মসজিদে ঈদের নামাজ আদায় করবেন। পরে কাজীর দেউড়ি ভিআইপি টাওয়ারের বাসায় তিনি নেতাকর্মী ও নানান শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।
বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দীনও জমিয়াতুল ফালাহ মসজিদে ঈদের নামাজ আদায় করবেন। এরপর নগরের চট্টেশ্বরী রোডের ডালিয়াকুঞ্জে ও হাটহাজারী গ্রামের বাড়িতে বিএনপি ও অঙ্গসংগঠনের সর্বস্তরের নেতাকর্মীসহ নানান শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।
চট্টগ্রাম বিভাগীয় বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম কলেজিয়েট স্কুলের মসজিদে ঈদের নামাজ আদায় করবেন। নামাজ শেষে কারাবন্দি নেতাকর্মীদের বাড়ি ও বাসায় গিয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। ঈদের দ্বিতীয় দিনে তিনি নগরের মাদারবাড়ির বাসভবনে দলের নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের সঙ্গে তিনি ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।
চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন চকবাজার ধনিরপুল ফালাগাজী জামে মসজিদে ঈদের নামাজ আদায় করবেন। পরে পশ্চিম বাকলিয়ার বাসভবনে দলের নেতাকর্মীসহ নানান শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। দ্বিতীয় দিন চকবাজার কিশলয় কমিউনিটি সেন্টারে মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ও নানান শ্রেণি-পেশার মানুষের সঙ্গে তিনি ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন। সেখানে মেজবানেরও আয়োজন করা হয়েছে।
চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর জমিয়াতুল ফালাহ মসজিদে ঈদের নামাজ আদায় করবেন। নামাজ শেষে নগরের বাটালী রোডে পিতা-মাতার কবর জিয়ারত করবেন। কিনিও দলের কারাবন্দি নেতাকর্মীদের বাড়ি ও বাসায় গিয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। ঈদের দ্বিতীয় দিন নগরের কাজীর দেউড়ি সমাদর ক্লাবে দলের নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের সঙ্গে তিনি ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।
বিএনপির কেন্দ্রীয় সদস্য ব্যারিস্টার মীর হেলাল উদ্দীন হাটহাজারী পৌরসভার মীরেরখিল মীর বাড়ি জামে মসজিদে ঈদের নামাজ আদায় করবেন। নামাজ শেষে বাড়িতে নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের সঙ্গে তিনি ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। ঈদের দ্বিতীয় ও তৃতীয় দিন হাটহাজারীর উপজেলার ১৫ ইউনিয়ন ও পৌরসভায় এলাকায় গিয়ে মীর হেলাল উদ্দীন সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য পটিয়া আসনের সাবেক বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী এনামুল হক এনাম পটিয়ার কৈয়গ্রামের বাড়ির জামে মসজিদে ঈদের নামাজ আদায় করবেন। ঈদের দিন বিকেলে ও ঈদের পরেরদিন দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের জনগণের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন এবং ঈদের রকমারি খাবার দিয়ে তাদের আপ্যায়ন করবেন।
বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২৩
এমআই/টিসি