ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বিস্ফোরিত কোল্ড স্টোরেজের ভবন পরিত্যক্ত ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪০ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২৩
বিস্ফোরিত কোল্ড স্টোরেজের ভবন পরিত্যক্ত ঘোষণা ফাইল ছবি

চট্টগ্রাম: নগরের বাকলিয়ার রাজাখালী এলাকার বিস্ফোরিত জনতা কোল্ড স্টোরেজের ওই ভবনকে পরিত্যক্ত ঘোষণা করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)।

বুধবার (১৯ এপ্রিল) সকালে সিডিএর অথরাইজড অফিসার মো. হাসানের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন।

পরে ভবনের উভয় পাশে 'ঝুঁকিপূর্ণ ভবন' বসবাসের অনুপযোগী, বিপদমুক্ত দূরত্ব বজায় রাখুন লেখা সম্বলিত ব্যানার টাঙিয়ে দেন।

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) অথরাইজড অফিসার মো. হাসান বলেন, দুর্ঘটনার পর আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি।

আমরা ধারণা করছি ওই ভবনের নির্মাণ নিয়মমাফিক ছিল না। সেখানে তিনটি ভবন একত্রে নির্মাণ করা হয়েছিল।

তিনি আরো বলেন, যেহেতু ঝুঁকিপূর্ণ ভবন ভাঙার দায়িত্ব চট্টগ্রাম সিটি করপোরেশনের। তাই আমরা ঈদের পরই ঝুঁকিপূর্ণ ভবনটি অপসারণের জন্য সিটি করপোরেশনকে চিঠি দিয়ে জানিয়ে দিব। তারা পরবর্তী ব্যবস্থা নিবে।

ফায়ার সার্ভিসের লামারবাজার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার সাইফুল ইসলাম বাংলানিউজকে বলেন, ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। বিস্ফোরণে দেওয়ালের কিছু অংশ ধসে পড়েছে। আগুনে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২৩ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।