চট্টগ্রাম: তরুণরা ভারত-বাংলাদেশের সম্পর্ককে আরও শক্তিশালী ও মজবুত করবে বলে মন্তব্য করেছেন ভারতের সহকারী হাইকমিশনার ডা. রাজীব রঞ্জন।
বৃহস্পতিবার (২০ এপ্রিল) নগরের জিইসি মোড়ের একটি রেস্টুরেন্টে বাংলাদেশ ইয়ুথ ডেলিগেশনের সকল ব্যাচের গেটটুগেদার অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।
সহকারী হাইকমিশনার বলেন, ভারত-বাংলাদেশের সম্পর্ক রক্তের এবং ঐতিহাসিক। দুই দেশের তরুণদের মধ্যে সম্পর্ক বিনিময় এবং ভারত সম্পর্কে জানার জন্য ২০১২ সাল থেকে বাংলাদেশ ইয়ুথ ডেলিগেশন প্রোগ্রাম চালু করে।
অনুষ্ঠানে বাংলাদেশ ইয়ুথ ডেলিগেশন সদস্যদের জন্য প্রতিবছর একটি অনুষ্ঠান, ভিসার ক্ষেত্রে সহযোগিতা করা, বিওয়াইডি কর্ণার করাসহ নানা ঘোষণা দেন। এ সময় ২০১২ থেকে ২০২২ ব্যাচের সদস্যরা অংশগ্রহণ করেন।
বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২৩
পিডি/টিসি