ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

কোতোয়ালির ওসিকে ধাক্কা, থানায় জিডি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪২ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২৩
কোতোয়ালির ওসিকে ধাক্কা, থানায় জিডি

চট্টগ্রাম: নগরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবিরকে ধাক্কা দেওয়ার অভিযোগ উঠেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-সহকারী পরিদর্শক (এএসআই) সন্তু শীলের বিরুদ্ধে। এনিয়ে থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করেছেন কোতোয়ালির ওসি।

থানা সূত্রে জানা যায়, ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার (২০ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম নগরের পাথরঘাটা এলাকায়। এইদিন ঈদ সামগ্রী বিতরণে পাথরঘাটার ফিরিঙ্গীবাজার এলাকায় যান শিক্ষা উপমন্ত্রী।

এ সময় তাকে প্রটোকল দিয়ে নিয়ে যাচ্ছিলেন ওসি জাহিদুল। হঠাৎ পেছন থেকে এসে ওসিকে ধাক্কা দেন উপমন্ত্রীর বডিগার্ড এএসআই সন্তু। এনিয়ে সন্তু ও ওসি জাহিদুল তর্কে জড়ালে তাদের রুমের ভেতরে নিয়ে যান উপমন্ত্রী।  

এই ঘটনায় ওসি জাহিদুল কবির কোতোয়ালি থানায় একটি জিডি ও নগর পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায়ের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিএমপির উপ পুলিশ কমিশনার (সদর) আব্দুল ওয়ারিশ বলেন, এ রকম একটি ঘটনা হয়েছে। ঈদের পর বিষয়টি খতিয়ে দেখা হবে।

এ ব্যাপারে জানতে কোতোয়ালি থানার ওসি জাহিদুল কবিরকে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২৩
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।