চট্টগ্রাম: ইট-পাথরের নগর ছেড়ে স্বজনদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে গ্রামের বাড়িতে চলে গেছেন অনেকেই। তাই নগরে নেই চিরচেনা কর্মচাঞ্চল্য
সরেজমিন ঘুরে দেখা যায়, নগরের আগ্রাবাদ, জিইসি, দুই নম্বর গেইট, মুরাদপুর, বাকলিয়া, আন্দরকিল্লা এলাকায় মানুষের চলাচল খুবই কম।
নগরের কাজীর দেউড়ি এলাকার বাসিন্দা মো. রুবেল বাংলানিউজেকে বলেন, ঈদে বেশিরভাগই বাড়িতে চলে গেছে্ন। পুরো নগর তাই ফাঁকা। চিরচেনা যানজটও নেই। তাই ঘুরতে বেরিয়েছি বন্ধুদের সঙ্গে।
এদিকে ফাঁকা বন্দরনগরীর নিরাপত্তায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) নিয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। থানা পুলিশের পাশাপাশি টহলে রয়েছে সাদা পোশাকের পুলিশ। বিশেষায়িত ফোর্স সোয়াতের পাশাপাশি অতিরিক্ত পুলিশ আগের ন্যায় প্রস্তুত থাকবে যে কোনো পরিস্থিতি মোকাবেলায়।
বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২৩
পিডি/টিসি