চট্টগ্রাম: সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদের মৃত্যুতে শূন্য হওয়া চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও-পাঁচলাইশ) আসনের উপ-নির্বাচনে প্রায় প্রতিটি কেন্দ্রে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকালে বহদ্দারহাট এখলাছুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটারদের লম্বা লাইন দেখা গেছে।
এছাড়া ৭ নম্বর ওয়ার্ডে আমিরুন্নেছা প্রাইমারী অ্যান্ড কিন্ডারগার্ডেন কেন্দ্র, করলডেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ঘুরে ভোটারদের ব্যাপক উৎসাহ দেখা গেছে। এ আসনের ১৯০টি কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ বিকাল ৪টা পর্যন্ত চলবে।
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সৈয়দ মুহাম্মদ ফরিদ উদ্দিন, ন্যাশনাল পিপলস পার্টি- এনপিপি’র কামাল পাশা এবং স্বতন্ত্র প্রার্থী রমজান আলী’র সমর্থকরাও রয়েছেন মাঠে।
চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ হাসানুজ্জামান বাংলানিউজকে বলেন, সবগুলো কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে। স্ট্রাইকিং ফোর্সের পাশাপাশি ডিবির মোবাইল টিমও রয়েছে। এছাড়া ৩ প্লাটুন বিজিবি ও ৩ প্লাটুন র্যাব মোতায়েন করা হয়েছে।
এই আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১৭ হাজার ৬৫২ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৬৩ হাজার ৫৪৩ জন, নারী ২ লাখ ৫৪ হাজার ১০৯ জন।
বাংলাদেশ সময়: ০৯৩০ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২৩
এমআর/টিসি