ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ চলছে: সিএমপি কমিশনার 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৪ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২৩
সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ চলছে: সিএমপি কমিশনার  ছবি: সোহেল সরওয়ার

চট্টগ্রাম: চট্টগ্রাম-৮ আসনের বিভিন্ন কেন্দ্রে সুষ্ঠু ও নিরাপদ পরিবেশে ভোটগ্রহণ চলছে বলে জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার কৃষ্ণ পদ রায়।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুরে নগরের চান্দঁগাও সিডিএ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ভোটকেন্দ্র পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ভোটাররা ভোট দিতে পারছে না- এরকম কোনো খবর পাওয়া যায়নি  জানিয়ে সিএমপি কমিশনার বলেন, সুন্দর পরিবেশে ভোটগ্রহণ চলছে। আমরা আশা করছি, শেষ পর্যন্ত পরিবেশ এরকমই থাকবে।

আমাদের কাছে কোনও ধরনের অভিযোগ আসেনি। খোঁজখবর নিয়ে দেখেছি, সব জায়গায় বিভিন্ন প্রার্থীর এজেন্টরা রয়েছে। নিরাপত্তার দায়িত্বে পুলিশের পাশাপাশি বিজিবি, র‍্যাব ও আনসার বাহিনী কাজ করছে৷ এছাড়াও জুডিশিয়াল এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটরা তাদের দায়িত্ব পালন করছেন।

ভোটকেন্দ্র পরিদর্শনকালে সিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) ফয়সাল মাহমুদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) আ স ম মাহতাব উদ্দিনসহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা  উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২৩
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।