চট্টগ্রাম: চট্টগ্রাম-৮ আসনের উপ নির্বাচনে ১১৯টি ভোট কেন্দ্রে ফলাফলে এগিয়ে আছেন আওয়ামী লীগের প্রার্থী নোমান আল মাহমুদ।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সন্ধ্যা ছয়টা থেকে নগরের এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়ামে ভোট গণনা শুরু হয়।
প্রাপ্ত ফলাফলে দেখা যায়, ১১৯ ভোট কেন্দ্রের মধ্যে নৌকা প্রতীকের প্রার্থী নোমান আল মাহমুদ পেয়েছেন ৪৯ হাজার ৮৭৯ ভোট। একতারা প্রতীকের প্রার্থী মীর মোহাম্মদ রমজান আলী পেয়েছেন ৪১৫ ভোট, আম প্রতীকের প্রার্থী কামাল পাশা ৫৬৮ ভোট, মোমবাতি প্রতীকের প্রার্থী সেহাব উদ্দিন মোহাম্মদ আবদুস সামাদ ৪ হাজার ৫৪২ ভোট এবং চেয়ার প্রতীকে সৈয়দ মোহাম্মদ ফরিদ উদ্দিন ১ হাজার ৭৩৪ ভোট।
নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১৭ হাজার ৬৫২ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৬৩ হাজার ৫৪৩ জন, নারী ২ লাখ ৫৪ হাজার ১০৯ জন। নির্বাচনে মোট ভোট কেন্দ্র ১৯০টি।
বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা (আপডেট: ১৮৫২ ঘণ্টা), এপ্রিল ২৭, ২০২৩
এমআর/এমআই/পিডি/টিসি