চট্টগ্রাম: ঘুষের টাকাসহ গ্রেফতার চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) উপ-কর কর্মকর্তা (বরখাস্ত) আলী আকবরকে সাড়ে চার বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
রোববার (৩০ এপ্রিল) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মুনসী আবদুল মজিদ এই রায় দেন।
আলী আকবর, পটিয়ার উপজেলার বাদশা মিয়ার ছেলে।
মামলার নথি থেকে জানা যায়, নগরের চান্দগাঁও থানার রুপালি আবাসিক এলাকার বাসিন্দা রাজা মিয়ার তত্ত্বাবধায়কের কাছে হোল্ডিংয়ের মালিকানা পরিবর্তন ও কর পুনর্নির্ধারণের জন্য ৫০ হাজার টাকা ঘুষ দাবি করেছিলেন চসিকের রাজস্ব সার্কেল-২ এর ভারপ্রাপ্ত কর কর্মকর্তা আলী আকবর।
দুদকের আইনজীবী কাজী ছানোয়ার আহমদ বাংলানিউজকে বলেন, ঘুষের মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় চসিকের উপ-কর কর্মকর্তা আসামি আলী আকবরকে দণ্ডবিধির ১৬১ ধারায় ২ বছর ৬ মাস সশ্রম কারাদণ্ড, ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাস সশ্রম কারাদণ্ড এবং ১৯৪৭ সনের দুই নম্বর দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ এর ২ ধারায় ২ বছর সশ্রম কারাদণ্ড, ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৩ মাস সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে আদালতের সাজা পরোয়ানামূলে আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২৩
এমআই/পিডি/টিসি