চট্টগ্রাম: পটিয়ায় জেরিন আক্তার নামে এক প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে।
রোববার (৩০ এপ্রিল) রাতে কচুয়াই ইউনিয়ের ১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
গৃহবধূর মা জেসমিন আক্তার বলেন, এটি আত্মহত্যা নয়, আমার মেয়ে জেরিন আকতারকে তার স্বামীসহ পরিবারের লোকজন মেরে ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছে।
তিনি আরো বলেন, আমার মেয়েকে আগে থেকেই মানসিকভাবে নানা নির্যাতন করতেন তার শ্বশুরবাড়ির লোকজন। আমি আমার মেয়েকে বিভিন্নভাবে সান্ত্বনা দিতাম। তার হাসানুজ্জামান অভি নামে দেড় বছরের একটি ছেলে সন্তান রয়েছে।
গৃহবধূর মামা মোহাম্মদ এমদাদ জানান, ২০২০ সালে করোনার সময় পারিবারিকভাবে তাদের বিয়ে। তখন স্বামীর পরিবার থেকে কোনো দাবি ছিলো না। বিয়ের পর তারা যৌতুকের জন্য চাপ দেয়। স্বামী গত ঈদের এক সপ্তাহ আগে দেশে এলে যৌতুকের জন্য নানাভাবে চাপ দিতে থাকে। এ নিয়ে স্বামী তাকে হত্যা করেছে। পরে গোপনে দাফনের চেষ্টা করে। আমরা খবর পেয়ে সেখানে গেলে বলা হয় ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। পরে তারা পালিয়ে যায়।
এ ঘটনায় গৃহবধূর বাবা আমির আলম হত্যা মামলা করবেন বলে জানান তিনি।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার জানান, রাত সাড়ে ৯টায় খবর পেয়ে পুশিশ ঘটনাস্থলে পৌঁছে। স্বামীর ঘরের ফ্লোরে শোয়ানো অবস্থায় সুরতহাল প্রতিবেন তৈরি শেষে মরদেহ থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। ময়না তদন্ত শেষে মৃত্যুর আসল কারন জানা যাবে।
বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, মে ১, ২০২৩
বিই/পিডি/টিসি