ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ট্রাকের ধাক্কায় যাত্রীর মৃত্যু, ১০ দিন পর চালক আটক 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৫ ঘণ্টা, মে ১, ২০২৩
ট্রাকের ধাক্কায় যাত্রীর মৃত্যু, ১০ দিন পর চালক আটক 

চট্টগ্রাম: নগরের হালিশহরের ঈদগাঁ কাঁচা রাস্তার মোড়ে ট্রাকের ধাক্কায় সিএনজি অটোরিকশার যাত্রী নিহতের ঘটনার ১০ দিন পর ট্রাক চালক মো. ইসমাইল হোসেনকে (২৫) আটক করেছে ডিবি পুলিশ।  

সোমবার (১ মে) চট্টগ্রামের আকবরশাহ থেকে তাকে আটক করেছে বলে জানায় ডিবি (বন্দর ও পশ্চিম) বিভাগ।

আটক মো. ইসমাইল হোসেন ভোলা জেলার বোরহানউদ্দিন থানার বড়পাতার পাটোয়ারী বাড়ির মো. শাহজাহানের ছেলে।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেন বলেন, গত ২১ এপ্রিল ঈদগাঁ কাঁচা রাস্তার মোড়ে একটি অজ্ঞাত ট্রাক সিএনজি অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে এক যাত্রী নিহত হয়।

এ ঘটনায় দায়ের মামলার ছায়া তদন্তে নেমে প্রথমে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হয়। পরে ট্রাকটি শনাক্ত করে সদরঘাটের মাঝিরঘাট এলাকা থেকে গাড়ীটি আটক করা হয়।

তিনি আরও বলেন, ঘটনার পর থেকে গাড়ির চালক পলাতক ছিল। তথ্য প্রযুক্তির মাধ্যমে অভিযুক্ত ইসমাইলের অবস্থান ভোলা জেলার বোরহানউদ্দিন থানা এলাকায় জানতে পারি। পরে নজরদারীর একপর্যায়ে ভোলা থেকে চট্টগ্রাম আসার পথে চট্টগ্রামের আকবরশাহ থেকে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলছে।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, মে ১, ২০২৩ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।