চট্টগ্রাম: মহান মে দিবসে চট্টগ্রাম নগরের মিউনিসিপ্যাল মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণের অস্থায়ী কেন্দ্রীয় শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড মোহাম্মদ শাহআলম। এ সময় সিপিবি চট্টগ্রাম জেলার নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে সোমবার (১ মে) সকালে নগরের হাজারীলেইনের দলীয় কার্যালয়ে মে দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সিপিবি কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহ আলম বলেন, 'শ্রমিকরা তাদের দাবি আদায় করতে গিয়ে শহিদ হয়েছেন।
'পাকিস্তান আমল থেকে আমরা মে দিবস পালন করে আসছি। তখন মে দিবসে ছুটি ছিলো না। স্বাধীনতা অর্জনের পর আমরা মে দিবসে ছুটি পেয়েছি। আমরা উম্মুক্তভাবে মে দিবস পালন করছি। যদিও মে দিবসের মর্মার্থ এদেশের শ্রমিক ও কৃষকের যে মুক্তি সেটা আরও দূরে চলে গেছে। স্বাধীনতার আগে বাইশ পরিবারের বিরুদ্ধে আমরা লড়াই করেছিলাম। এখন এখানে ৩৪টি গ্রুপ দাঁড়িয়ে গেছে। '
তিনি আরও বলেন, '৯৬ হাজার কোটিপটি এখন বাংলাদেশে প্রতিষ্ঠিত। দেশে ৯৫ শতাংশ ও ৫ শতাংশ মানুষের মধ্যে এখন লড়াই হচ্ছে। এই লড়াই আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে বেগবান করতে হবে। শ্রমিকের নূন্যতম মজুরি ২০ হাজার টাকা নির্ধারণ করতে হবে। অনেক প্রতিষ্ঠানে শ্রমিকদের আট ঘন্টার বেশি কাজ করানো হয়। বাড়তি কাজ বা ওভারটাইম করালে মজুরীর দ্বিগুন টাকা মালিকপক্ষকে পরিশোধ করতে হবে। '
সিপিবির চট্টগ্রাম জেলার সভাপতি অশোক সাহার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীরের সঞ্চালনায় এসময় আরও বক্তব্য দেন জেলা সিপিবির সদস্য প্রদীপ ভট্টাচার্য, ফরিদুল ইসলাম, অমিতাভ সেন,শ্যামল লোধ, হোটেল শ্রমিক মো. শাহজাহান ও যুবনেতা অভিজিৎ বড়ুয়া প্রমূখ।
বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, মে ১, ২০২৩
পিডি/টিসি