ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বিশ্বশান্তি প্রতিষ্ঠায় চাই বুদ্ধের আদর্শ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৪ ঘণ্টা, মে ২, ২০২৩
বিশ্বশান্তি প্রতিষ্ঠায় চাই বুদ্ধের আদর্শ বক্তব্য দেন চসিক মেয়র রেজাউল করিম চৌধুরী।

চট্টগ্রাম: যুদ্ধবিধ্বস্ত পৃথিবীতে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বুদ্ধের আদর্শ চর্চা জরুরি বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।  

মঙ্গলবার (২ মে) বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা উদ্‌যাপন উপলক্ষে চসিক বৌদ্ধ পেশাজীবী পরিষদের উদ্যোগে কেবি আবদুচ ছত্তার মিলনায়তনে আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

 

মেয়র বলেন, এবারের  চসিক পেশাজীবী পরিষদ আয়োজিত বুদ্ধ পূর্ণিমা উৎসবের প্রধান পৃষ্ঠপোষকের ভূমিকা পালন করব আমি। যুদ্ধবিধ্বস্ত পৃথিবীতে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বুদ্ধের আদর্শ চর্চা জরুরি।

আসুন ধর্মীয় ভেদাভেদ ভুলে সবাই মিলে বঙ্গবন্ধুর স্বপ্নের অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলি।

সভায় বক্তব্য দেন কাউন্সিলর পুলক খাস্তগীর, রুমকি সেনগুপ্ত, বোধিপ্রিয় মহাথেরো, জয়সেন বড়ুয়া, জিতুপ্রিয় বড়ুয়া, বিভাষ বড়ুয়া, রিপন বড়ুয়া ও নুরুল আলম।  

বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আন্দরকিল্লার নগর ভবন থেকে শান্তি শোভাযাত্রা এবং বুদ্ধ পূর্ণিমা উদযাপন উৎসবে অংশ নেবেন মেয়র।  

বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, মে ০২, ২০২৩
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।