ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

শীতার্ত মানুষের পাশে জামায়াত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২২ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২৪
শীতার্ত মানুষের পাশে জামায়াত শীতবস্ত্র বিতরণ করেন জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরী আমির ও সাবেক এমপি শাহজাহান চৌধুরী।

চট্টগ্রাম: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, চট্টগ্রাম মহানগরী আমির ও সাবেক এমপি শাহজাহান চৌধুরী বলেছেন, দুস্থ ও অসহায়দের পাশে জামায়াত সবসময় ছিল। তারই ধারাবাহিকতায় শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়ে জামায়াত শীতবস্ত্র বিতরণ করছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দেওয়ানবাজার ওয়ার্ড আমির অ্যাডভোকেট আনোয়ার সাদাতের সভাপতিত্বে অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার সংগ্রামে নিয়োজিত সংগঠন বাংলাদেশ জামায়াত ইসলামীর পতাকা তলে সমবেত হওয়ার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।

 

অনুষ্ঠানে বক্তব্য দেন কোতোয়ালী থানা আমির আমির হোছাইন, নায়েবে আমির অধ্যাপক আবদুজ জাহের, থানা সেক্রেটারি মোস্তাক আহমদ, থানা কর্মপরিষদ সদস্য মোহাম্মদ নাজিম উদ্দীন, দেওয়ানবাজার ওয়ার্ড সহকারী সেক্রেটারি মাওলানা আজিজুল হক, ওয়ার্ড কর্মপরিষদ সদস্য আবদুল মতিন, মোহাম্মদ হোসাইন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২৪
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।