চট্টগ্রাম: সাতকানিয়ায় কৃষি জমির উপরিভাগের মাটি কাটার দায়ে খোরশেদ আলম (২৯) ও মো. আবুল হোসেনকে (৪০) ২০ দিন করে কারাদণ্ড দিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী।
বুধবার (৩ মে) দিবাগত রাতে উপজেলার আফজলনগরের সোনাকানিয়া এলাকায় অবৈধভাবে কৃষি জমির মাটি (টপসয়েল) কাটার বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে সহযোগিতা করেন সাতকানিয়া থানা পুলিশের একটি টিম ও আনসার সদস্য এবং উপজেলা ভূমি অফিসের কর্মচারীরা।
সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত সিদ্দিকী বাংলানিউজকে বলেন, সোনাকানিয়া বোর্ড অফিসের পূর্ব পাশের মাঠের কৃষি জমি থেকে মাটি (টপসয়েল) কাটার সময় হাতেনাতে মো. খোরশেদ আলম ও মো. আবুল হোসেন নামের দুই যুবককে আটক করা হয়।
বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, মে ০৪, ২০২৩
বিই/টিসি