চট্টগ্রাম: পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা, অগ্নিসংযোগ ও অস্থিরতা সৃষ্টির তিন মামলায় চট্টগ্রাম মহানগর যুবদলের ৩৯ জন নেতা-কর্মীর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।
রোববার (৭ মে) চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আজিজ আহমেদ ভুঞা এ আদেশ দেন।
গত ১৬ জানুয়ারি ১০ দফা দাবিতে নাসিমন ভবনের সামনে বিক্ষোভ-সমাবেশ করেছিল মহানগর বিএনপি। পরে কাজীর দেউড়ি এলাকায় পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষে ২৫ নেতা-কর্মী আহত হন।
জেলার পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, কোতোয়ালী থানায় দায়ের করা তিন মামলায় আসামিরা উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। মেয়াদ শেষ হওয়ায় তারা জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত ৩৯ জনের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এছাড়া অসুস্থতা ও বয়স বিবেচনায় ৩৭ জনের জামিন আবেদন মঞ্জুর করেছেন।
বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, মে ৮, ২০২৩
এসি/টিসি