ঢাকা, বুধবার, ২১ কার্তিক ১৪৩১, ০৬ নভেম্বর ২০২৪, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বিশিষ্ট সমাজসেবক কৃষিবিদ পঙ্কজাভ বড়ুয়া আর নেই

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৬ ঘণ্টা, মে ৮, ২০২৩
বিশিষ্ট সমাজসেবক কৃষিবিদ পঙ্কজাভ বড়ুয়া আর নেই ...

চট্টগ্রাম: পটিয়ার ঊনাইনপুরা গ্রামের বিশিষ্ট সমাজসেবক বিএডিসির সাবেক সহকারী পরিচালক কৃষিবিদ বাবু পঙ্কজাভ বড়ুয়া আর নেই।  

সোমবার (৮ মে) নগরের মোমিন রোডের বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর।  

মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে, পুত্রবধূ, নাতি-নাতনি, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

 

সুদীর্ঘ কর্মজীবনে তিনি ঊনাইনপুরা সুহৃদ সম্মিলনীর সাবেক সভাপতি, সংঘরাজ ড. ধর্মসেন মহাস্থবির হীরক জয়ন্তী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদকসহ বৌদ্ধদের বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক সংগঠনের নেতৃত্ব দিয়েছেন।

মঙ্গলবার (৯ মে) অনিত্যসভা তাঁর নিজবাড়ি উকিল ভবনে অনুষ্ঠিত হবে।  

তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য প্রণব বড়ুয়া অর্ণব, বাংলাদেশ বৌদ্ধ সমিতির চেয়ারম্যান অজিত রঞ্জন বড়ুয়া, মহাসচিব সুদীপ বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ সমিতি-যুব'র সভাপতি কর আইনজীবী জয়শান্ত বিকাশ বড়ুয়া, সাধারণ সম্পাদক স্বপন কুমার বড়ুয়া, কোতোয়ালি থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লায়ন টিংকু বড়ুয়া, রিসে কোসে কাই বাংলাদেশের সাবেক চেয়ারম্যান দেশপ্রিয় বড়ুয়া দিলীপ, বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ চট্টগ্রাম অঞ্চলের সাবেক সভাপতি অপু বড়ুয়া, বর্তমান সভাপতি সজীব বড়ুয়া ডায়মন্ড, সাধারণ সম্পাদক তাপস বড়ুয়া, ঊনাইনপুরা সুহৃদ সম্মিলনীর সাবেক সভাপতি বিবেকানন্দ বড়ুয়া চৌধুরী কাঞ্চন, বর্তমান সভাপতি নয়ন বড়ুয়া প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, মে ৮, ২০২৩
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।