চট্টগ্রাম: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিট, সিটি ইউনিট ও যুব রেড ক্রিসেন্টের উদ্যোগে বর্ণিল আয়োজনে পালিত হয়েছে বিশ্ব রেড ক্রিসেন্ট দিবস।
সোমবার (৮ মে) দিবসের কর্মসূচির মধ্যে ছিল শান্তি শোভাযাত্রা, রক্তদান কর্মসূচি, প্রসূতি ও শিশুদের খাদ্য বিতরণ, যুব কার্যক্রমের স্থিরচিত্র প্রদর্শনী, চিত্রাংকন প্রতিযোগিতা, দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা সভা।
জাতীয় পতাকা ও রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচি শুরু হয়। রক্তদান কর্মসূচির পর দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা সভা চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
জেলা রেড ক্রিসেন্টর কার্যকরী পর্ষদ সদস্য ফখরুল ইসলাম চৌধুরী পরাগের সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা রেড ক্রিসেন্টের কার্যকরী পর্ষদ সদস্য সুগ্রীব কুমার মজুমদার, শাহাদাত হোসেন চৌধুরী রুমেল, মো. ইসমাইল হক চৌধুরী ফয়সাল, রাশেদ খান মেনন, সিটি রেড ক্রিসেন্টের কার্যকরী পর্ষদ সদস্য মনজুর মোর্শেদ ফিরোজ, মহসিন উদ্দিন চৌধুরী ফয়সাল, কাজী মোশরাফুল হক চৌধুরী পাভেল, হাসপাতালের ইনচার্জ মো. সেলিম আহমেদ, জেলা ইউনিট লেভেল অফিসার আবদুল মান্নান, সিটি ইউনিট লেভেল অফিসার আবদুর রহিম আঁকন ও যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের যুব প্রধান ইস্তাকুল ইসলাম চৌধুরী ইশান প্রমুখ।
আলোচনা সভা শেষে একটি শান্তি শোভাযাত্রা আন্দরকিল্লার থেকে বের হয়ে চেরাগি মোড় প্রদক্ষিণ করে জেলা ইউনিটের কার্যালয়ে এসে শেষ হয়। পরে জেমিসন রেড ক্রিসেন্ট হাসপাতালের ভর্তিকৃত নবজাতক শিশুদের মধ্যে উপহার বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, প্রকৃত মানুষই পারে প্রকৃত সমাজ গড়ে তুলতে। মানুষের সেবা করার প্রত্যয়ে রেড ক্রস রেড ক্রিসেন্টের প্রতিষ্ঠাতা মহামতি হেনরি ডুনান্ট যে সংগঠন গড়ে তুলেছেন তার মাধ্যমে আজও মানবতার সেবায় দিয়ে যাচ্ছে। জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে কোনো প্রকার ভেদাভেদ ছাড়া যুদ্ধক্ষেত্রে ও শান্তিকালীন রেড ক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলন জাতি, উপজাতি, ধর্মীয় বিশ্বাস, শ্রেণি কিংবা রাজনৈতিক বিশ্বাসে কোনো প্রকার বৈষম্যের সৃষ্টি করে না।
জেলা প্রশাসক বলেন, রেড ক্রিসেন্ট কার্যক্রমের সহশিক্ষা কার্যক্রম চট্টগ্রামের ১৫টি উপজেলায় বেগবান করার জন্য ইতিমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। যুব রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবকরা জেলা প্রশাসনের প্রতিটি কাজে প্রতিনিয়ত সহযোগিতা দিয়ে যাচ্ছে। চট্টগ্রাম জেলায় রেড ক্রিসেন্ট কার্যক্রমের জন্য সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, মে ৮, ২০২৩
এআর/পিডি/টিসি