চট্টগ্রাম: রবীন্দ্রনাথ ঠাকুরের বাণী ও সুরের ইন্দ্রজালে নিজেদের আবেগ অনুভূতিকে আজও একাকার করে নিচ্ছে বাঙালি। তাঁর গান ও সাহিত্য সমৃদ্ধ করেছে বাঙালিকে।
মুক্তিযুদ্ধের প্রজন্ম- বৃহত্তর চট্টগ্রামের উদ্যোগে রবীন্দ্র জন্মজয়ন্তী পালনোপলক্ষে সোমবার (৮ মে) বিকেলে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
নগরের দোস্তবিল্ডিংয়ে সংগঠন কার্যালয়ে সংগঠনের সভাপতি নূরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে সভায় প্রধান আলোচক ছিলেন সেক্টর কমান্ডারস ফোরামের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক বেদারুল আলম চৌধুরী বেদার। সংগঠনের যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার পলাশ বড়ুয়ার সঞ্চালনায় আলোচনায় অংশ নেন আবদুল মালেক খান, দীপন দাশ, কামাল উদ্দিন, নবী হোসেন সালাউদ্দিন, মুস্তাফিজ বিপ্লব, এসএম রাফি, নাসির আলী খান, রঘুনাথ মজুমদার রাজু, শাহরিয়ার মুনতাসীর মাহি, প্রদীপ দাশ, সেলিম উদ্দিন, মফিজুর রহমান প্রমুখ।
বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, মে ৮, ২০২৩
এআর/পিডি/টিসি