চট্টগ্রাম: চলতি বোরো মৌসুমে এবার ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে পাঁচ হাজার ৮৪১ মেট্রিক টন। এরমধ্যে পাঁচ হাজার ৩৫ মেট্রিক টন ধান ও ৮০৬ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
চট্টগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সূত্র জানায়, চট্টগ্রামে ৬৫ হাজার ৫০০ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে।
চট্টগ্রাম জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আব্দুল কাদের বলেন, চট্টগ্রামে বোরো মৌসুমে এবার পাঁচ হাজার ৮৪১ মেট্রিক টন ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে । লটারির মাধ্যমে নির্বাচিত কৃষকদের কাছ থেকে এগুলো সংগ্রহ করা হবে। গত বারের তুলনায় এবার ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে কম। ধান ও চালের দামও বৃদ্ধি করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবো আশা করছি।
এদিকে এ মৌসুমে ধানের দাম ৩০ টাকা ও চালের দাম ৪৪ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে সার, ডিজেল, বিদ্যুৎসহ কৃষি উপকরণের দাম বাড়ায় বেড়েছে উৎপাদন খরচও। অপরদিকে স্থানীয় বাজার সিন্ডিকেটে লোকসানের শঙ্কা কৃষকদের।
বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, মে ৯, ২০২৩
পিডি/টিসি