চট্টগ্রাম: চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (সিএমইউ) অধিভুক্ত মেডিক্যাল কলেজগুলোর মে-২০২২ এর এমবিবিএস ৩য় প্রফেশনাল পরীক্ষার ফলাফলে সর্বোচ্চ নম্বর (অনার্স মার্ক) পেয়েছেন ৩২ জন। এদের মধ্যে ১২ জনই চট্টগ্রাম মেডিক্যাল কলেজের (চমেক) শিক্ষার্থী।
সিএমইউ সূত্রে জানা যায়, এবার সিএমইউ’র অধীনে এক হাজার ২০৯ শিক্ষার্থী এমবিবিএস ৩য় প্রফেশনাল পরীক্ষায় অংশগ্রহণ করেন। পাস করেছেন ৯৮২ জন, ফেল করেছেন ২২৭ জন।
অনার্স মার্ক প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে চট্টগ্রাম মেডিক্যাল কলেজের ১২ জন, রাঙামাটি মেডিক্যাল কলেজের ৪ জন, কক্সবাজার মেডিক্যাল কলেজের ১ জন, মা ও শিশু হাসপাতাল মেডিক্যাল কলেজের ২ জন, বিজিসি ট্রাস্ট মেডিক্যাল কলেজের ৬ জন, ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজের ৩ জন ও কুমিল্লার ইস্টার্ন মেডিক্যাল কলেজের ৪ জন।
সিএমইউ অধিভুক্ত সরকারি-বেসরকারি মিলিয়ে মোট ১৬টি মেডিক্যাল কলেজের মধ্যে ১০টি মেডিক্যাল কলেজের কোনো শিক্ষার্থী অনার্স মার্ক পায়নি। অনার্স মার্ক না পাওয়া মেডিক্যাল কলেজগুলোর মধ্যে সরকারি ৪টি ও বেসরকারি ৬টি।
চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ডিন ও চট্টগ্রাম মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেনা আক্তার বলেন, মেডিক্যাল কারিকুলাম অনুযায়ী আইটেম, কার্ড ফাইনাল, টার্ম এসব নিয়মিত হয়ে থাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজে। শিক্ষার্থীরাও পড়াশোনায় মনোযোগী। ভাইস-প্রিন্সিপালের নেতৃত্বে শিক্ষার্থীদের মান নিশ্চিতে একটি কমিটি রয়েছে। শিক্ষকরা শিক্ষার্থীদের ব্যাপারে খুব আন্তরিক। সব মিলিয়ে আমাদের ফলোআপ ঠিকমতো হয়। এজন্য ভালো ফলাফল অর্জন করা সম্ভব হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, মে ১০, ২০২৩
এসি/টিসি