চট্টগ্রাম: আসন্ন ঘূর্ণিঝড় ‘মোখা’ আঘাত হানার পর জরুরি উদ্ধার, ত্রাণ ও চিকিৎসা সহায়তার প্রস্তুতিমূলক মহড়া অনুশীলন করেছে বাংলাদেশ নৌবাহিনী।
কক্সবাজারের ইনানীতে মঙ্গলবার (৯ মে) দুই দিনব্যাপী মহড়া শুরু হয়।
এ ছাড়া নৌবাহিনী নির্মিত ইনানী জেটি ও তৎসংলগ্ন স্থাপনার সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণের মহড়াও অনুষ্ঠিত হয়। নৌবাহিনীর বিশেষায়িত সোয়াড্স কমান্ডের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত এ মহড়ায় নৌবাহিনীর যুদ্ধজাহাজ, নেভাল এভিয়েশনের হেলিকপ্টার, বিশেষায়িত হাইস্পিড বোট এবং সোয়াড্স সদস্যরা অংশ নেন।
সূত্র জানায়, আগামী ১৩ মে সন্ধ্যা থেকে ১৪ মে ভোরের মধ্যে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘মোখা’। কক্সবাজার ও মিয়ানমার উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘মোখা’। সবচেয়ে ঝুঁকিতে রয়েছে সেন্টমার্টিন। ঘূর্ণিঝড় ‘মোখা’র গতিবেগ থাকতে পারে ১৮০ থেকে ২২০ কিলোমিটার।
বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, মে ১০, ২০২৩
এআর/পিডি/টিসি