ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

এসএসসির ভুয়া প্রশ্ন বিক্রি, ৩ প্রতারক গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৩ ঘণ্টা, মে ১২, ২০২৩
এসএসসির ভুয়া প্রশ্ন বিক্রি, ৩ প্রতারক গ্রেফতার ...

চট্টগ্রাম: ফেসবুকে পেজ খুলে চলমান এসএসসি ও সমমানের পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র বিক্রির অভিযোগে ৩ প্রতারককে গ্রেফতার করেছে র‍্যাব।

বৃহস্পতিবার (১১ মে) দিবাগত রাত একটার দিকে নগরের বাকলিয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় বলে জানান র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) নুরুল আবসার।

গ্রেফতারকৃতরা হলেন- আহমদ রেজা খান, মো. রিফাত ও মো. আরমান। রেজা নগরের একটি মাদ্রাসার ফাজিল শ্রেণির শিক্ষার্থী।

রিফাত ও আরমান পটিয়ার একটি কলেজে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থী।

র‍্যাব সূত্র জানায়, গ্রেফতার হওয়া প্রতারকরা বিগত কয়েক বছরের প্রশ্নপত্রকে চলমান এসএসসি ও সমমানের প্রশ্ন দাবি করে ফেসবুক পেজ খুলে প্রচারণা চালাচ্ছিল। প্রত্যেক বিষয়ের জন্য তাদের কাছে তিন সেট করে প্রশ্নপত্র আছে বলেও জানায়। তাদের কাছে ভুয়া প্রশ্নপত্র বিক্রির বিভিন্ন আলামত পাওয়া গেছে। প্রশ্নপত্র বিক্রির জন্য তারা হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জার ব্যবহার করতো। ভুয়া প্রশ্ন বিক্রি করে বিকাশে টাকা আদায় করতো।

র‍্যাব কর্মকর্তা নুরুল আবসার বলেন, গ্রেফতার তিনজনকে বাকলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, মে ১২, ২০২৩
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।