চট্টগ্রাম: চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স অ্যাসোসিয়েশন আয়োজিত ইস্পাহানি মাস্টার্স টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের চতুর্থ আসর মাঠে গড়িয়েছে। উদ্বোধনী দিনে শুভ সূচনা করেছে আগ্রাবাদ মাস্টার্স ও হক্কানী ক্রিকেট ক্লাব।
শুক্রবার (১২ মে) নগরের এম এ আজিজ স্টেডিয়ামে দিনের প্রথম খেলায় আগ্রাবাদ মাস্টার্স ৩ উইকেটে ৯০'স উইলোকে পরাজিত করে। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে নাইন্টিজ উইলো নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৫ রান করে।
জবাবে, আগ্রাবাদ মাস্টার্স ৭ উইকেট হারিয়ে জয়ের দেখা পেয়ে যায়। দলের পক্ষে অধিনায়ক সুমন সাহা ৩৪ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন। এছাড়া, রুবেল ৩৪ এবং মাসুদ ২৬ রান করেন। নাইন্টিজ উইলোর পক্ষে পঙ্কজ নেন ৩ উইকেট।
দিনের অন্য খেলায় অ্যামেচার ক্রিকেট ক্লাবকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারায় হক্কানি ক্রিকেট ক্লাব। টসে জিতে অ্যামেচার নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে মাত্র ১০৫ রান করে। দলের পক্ষে খায়ের ২৯ রান এবং বাহার ২২ রান করেন। হক্কানির পক্ষে ইকবাল নেন ২ উইকেট।
জবাবে হক্কানি ক্রিকেট ক্লাব ১৪.২ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে জয়ের দেখা পেয়ে যায়। দলের উদ্বোধনী ব্যাটার ইমরান হোসেন ৫১ রানে অপরাজিত থেকে আসরের প্রথম ফিফটি তুলে নেন।
এর আগে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের চতুর্থ আসরের উদ্বোধন করেন প্রধান অতিথি চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আ জ ম নাছির উদ্দীন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইস্পাহানি গ্রুপ অব কোম্পানিজের জেনারেল ম্যানেজার (টি ট্রেড) শাহ্ মইনুদ্দীন হাসান।
এছাড়া স্পন্সর প্রতিষ্ঠান ইস্পাহানির পক্ষে আরও উপস্থিত ছিলেন ইস্পাহানি গ্রুপের আইটি সেকশানের জেনারেল ম্যানেজার মোহাম্মদ কামাল উদ্দিন, বিবিটিএস এর জেনারেল ম্যানেজার মাহবুবুল এনাম, টি ট্রেডের ম্যানেজার তাজবির হাকিম এবং স্টেডিয়াম প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন।
চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান ও অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান আকবর। অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ সভাপতি আব্দুল আওয়াল বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ সভাপতি আলী আব্বাস ও সিজেকেএসের যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক ও টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব শওকত হোসাইন, টেকনিক্যাল কমিটির আহ্বায়ক ও অ্যাসোসিয়েশনের সহ সভাপতি সুজিত রায় তমাল, টুর্নামেন্ট কমিটির সদস্য জয়নাল আবেদীন, সরওয়ার হোসাইন, আজিজুল হক বুলবুল, আরিফুল হক, আরফানুল ইসলাম খান লাবু, মোহাম্মদুল ইসলাম, ওমর ফারুকসহ অ্যাসোসিয়েশনের সদস্যরা।
বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, মে ১২, ২০২৩
পিডি/টিসি