চট্টগ্রাম: ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবিলায় ২৮৪টি মেডিক্যাল টিম গঠন করছে জেলা সিভিল কার্যালয়।
শনিবার (১৩ মে) সকালে এ তথ্য জানিয়েছে চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. ইলিয়াছ চৌধুরী।
তিনি বাংলানিউজকে জানান, দুর্যোগ মোকাবিলায় মোট ২৮৪টি মেডিক্যাল টিম প্রস্তুত রাখা হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম জেলার ১৪টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অধিন ৫টি করে মোট ৭০টি মেডিক্যাল টিম প্রস্তুত রয়েছে।
এদিকে, ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবিলায় সিভিল সার্জন কার্যালয়ের নিয়ন্ত্রণাধীন সকল কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। পাশাপাশি খোলা হয়েছে জরুরি কন্ট্রোল রুম।
বাংলাদেশ সময়: ১০০০ ঘণ্টা, মে ১৩, ২০২৩
এমআর/টিসি